খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ’, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নারী সেবা মেলা।
আজ শনিবার (২৬ জুলাই ২০২৫) সকাল ৯টা ৩০ মিনিটে মহালছড়ি উপজেলা সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান আয়োজন করে উপজেলা প্রশাসন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করে উপজেলা সমাজসেবা অধিদপ্তর এবং উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।
শপথ অনুষ্ঠানের প্রথম পর্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন মাননীয় সমাজ কল্যাণ উপদেষ্টা শারমীন এস. মুরশিদ। তিনি “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ” কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের মতো মহালছড়ির অংশগ্রহণকারীদেরও শপথ পাঠ করান। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় এক বিশদ আলোচনা সভা, যার মূল প্রতিপাদ্য ছিল— নারী, শিশু ও বয়স্কদের সুরক্ষা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা।
মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শামসুল আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবীন চন্দ্র চাকমা,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, মহালছড়ি থানা এসআই মোঃ শফিকুল ইসলাম, মহালছড়ি উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান স্থলে সমাজ সেবা অধিদপ্তর এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের তত্ত্বাবধানে স্থাপন করা হয় ২টি সেবা বুথ।
এই বুথ থেকে নারী, শিশু, প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিভিন্ন ভাতার আবেদন, আইনি সহায়তা, স্বাস্থ্য ও পারিবারিক পরামর্শ সংক্রান্ত তথ্য ও সেবা প্রদান করা হয়।
সমাজে নারীর মর্যাদা ও নিরাপত্তা,শিশুর সুরক্ষা ও মানসিক বিকাশ,বয়স্কদের জন্য রাষ্ট্রীয় সহায়তা কার্যক্রম,সমাজ থেকে বাল্যবিবাহ, মাদক ও সহিংসতা দূরীকরণে সম্মিলিত উদ্যোগ,সমাজসেবার মাধ্যমে সুশাসন ও মানবিক সমাজ গঠনের রূপরেখা নিয়ে আলোচনা করা হয়।
এই অনুষ্ঠান মহালছড়ির জনগণের মাঝে সমাজ সচেতনতামূলক বার্তা পৌঁছে দিয়েছে এবং সরকারি সেবা সম্পর্কে ধারণা বৃদ্ধি করেছে বলে মত দিয়েছেন উপস্থিত অংশগ্রহণকারীরা। উপজেলা প্রশাসন ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করে।