জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রাঙামাটি জেলা শ্রমিক দলের সাধারণ কবিরুল ইসলাম কবির এর পিতা কাপ্তাই পিডিবির প্রাক্তন কর্মচারী আব্দুল মান্নান (৮৯) বার্ধক্য জনিত ও বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে রোববার (৩ আগস্ট) সন্ধ্যা ৬ টায় কাপ্তাই প্রজেক্ট বাংলা কলোনি নিজ বাসায় মৃত্যু বরণ করে। (ইন্না-লিল্লাহ… রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ছেলে,৩মেয়ে ও বহু আত্মীয় -স্বজন রেখে গেছেন।
এদিকে মরহুমের মৃত্যুতে রাঙামাটি জেলা বিএনপি, কেন্দ্রীয় জিসাস কমিটি, জেলা শ্রমিক দল, কাপ্তাই উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন, জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, কাপ্তাই প্রেসক্লাব, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক ও সমবেদনা জানান।
এদিকে এদিন মরহুমের নামাজের জানাজা বাদ এশা কাপ্তাই প্রজেক্ট পুরাতন বাজার স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। নামাজের জানাযা শেষে তাঁকে কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।