মহালছড়ি উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজন করা হয় আলোচনা সভা, সনদপত্র প্রদান ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম,মৎস কর্মকর্তা প্রবীণ চাকমা,এসআই মোঃ শফিকুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন।
সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে যুব সমাজের ভূমিকা অপরিসীম। নতুন প্রজন্মকে দক্ষ, শিক্ষিত ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে সরকার নানা কর্মসূচি গ্রহণ করেছে। যুব ঋণ, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ গ্রহণ করে যুবসমাজ নিজেদের উন্নয়নের পাশাপাশি দেশের অগ্রযাত্রায় অবদান রাখতে পারবে।
অনুষ্ঠানে বিভিন্ন প্রশিক্ষণ সম্পন্ন করা যুবকদের মাঝে সনদপত্র এবং নির্বাচিত উদ্যোক্তাদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, সরকারের এই উদ্যোগ যুবসমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং স্থানীয় অর্থনীতিকে আরও সমৃদ্ধ করবে।