রাঙামাটির নানিয়ারচর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া পূজায় নানিয়ারচরের শ্রীশ্রী জগন্নাথ মন্দিরের একটি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, পাহাড় কাটা বন্ধ ও আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়। বক্তারা বলেন, সমাজ থেকে মাদক নির্মূল এবং পাহাড় কাটা রোধে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন হতে হবে।
এসময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিবি করিমুন্নেসা।
সভায় আরও উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি), রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।