ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে বৃহস্পতিবার ( ১৭ মার্চ) সকাল সাড়ে ১১ টায় কাপ্তাই উপজেলা মিলনায়তনে গীতি আলেখ্য ” সর্বকালের সর্বশ্রেষ্ঠ তুমি এক বাঙালী ” মঞ্চস্থ হয়েছে।
এতে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা গান, নৃত্য এবং আবৃত্তির মাধ্যমে জাতির পিতার বিভিন্ন কর্মকে তুলে ধরেন।

উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত ও সংগীত শিক্ষক জ্যাকলিন তনচংগ্যার পরিচালনায় বর্ষণ সরকারের সঞ্চালনায় এসময় শতাধিক শিশু শিল্পী অংশ নেন।

নৃত্য পরিচালনায় ছিলেন সংগীতা দত্ত এনি। যন্ত্র সংগীতে সহায়তা করেন অভিজিৎ, প্রিময়, দিগন্ত, অনিমেশ, অজয় ও উমংসাইন।

কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীনসহ হল ভর্তি দর্শক উপস্থিত থেকে এই গীতি আলেখ্য উপভোগ করেন।


















