বুধবার , ৮ অক্টোবর ২০২৫ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

গুণী শিক্ষক সম্মাননা পেলেন রাঙামাটি’র প্রাথমিক শিক্ষক ইফফাত জাহান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
অক্টোবর ৮, ২০২৫ ৯:৪১ অপরাহ্ণ

৫ই অক্টোবর’২০২৫ বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলার সদর উপজেলার শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব ইফফাত জাহানকে শিক্ষা মন্ত্রনালয়ের আয়োজনে উসমানী স্মৃতি মিলনায়তনে সম্মাননা প্রদান করা হয়েছে। তিনি ২০২৫ সালে উপজেলা, জেলা, বিভাগ পেরিয়ে প্রাথমিক শিক্ষা বিভাগে (সাধারণ) পর্যায়ে ” গুণী শিক্ষক-২০২৫ ” নির্বাচিত হয়েছেন। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সারাদেশের প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ১২জন শিক্ষককে এ বছর গুণী শিক্ষক সম্মননা দেওয়া হয়েছে।

‎গুণী শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আবরার, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, ইউজিসির চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এস এম এ ফায়েজ, কারিগরী ও মাদ্রাসা বিভাগের শিক্ষা সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম, হেড অব ইউনোস্কো ঢাকা অফিস ডঃ সুসান ভাইজ এবং ডিরেক্টর জেনারেল অব আইসিসকো ডঃ সেলিম এম আল মালিকসহ আমন্ত্রিত অতিথিরা।

‎অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন। তিনি বলেন, ‘বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা ২০২৫’-এর আলোকে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের স্তরের ১২ জন শিক্ষককে গুণী শিক্ষক নির্বাচিত করা হয়েছে। তারা নিজ নিজ ক্ষেত্রে সকল শিক্ষকদের প্রতিনিধিত্ব করছেন।

‎সূত্রে জানা যায়, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মাধ্যমিক, মাদরাসা, কারিগরি ও প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখায় এ বছর প্রাথমিকভাবে ৩৬জন শিক্ষককে নির্বাচিত করা হয়েছিল। তাদের মধ্য থেকে চূড়ান্তভাবে নির্বাচিত ১২শিক্ষককে সম্মাননা দেওয়া হয়েছে।

‎প্রাথমিক শিক্ষা স্তরে এ বছর গুণী শিক্ষক সম্মাননা পেয়েছেন রাঙামাটির শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইফফাত জাহান। মাদরাসার ইবতেদায়ী ক্যাটাগরিতে পাবনা কামিল মাদরাসার ইবতেদায়ী প্রধান মো. রিজাউল করিম।

‎দাখিল মাদরাসা পর্যায়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ডোবাগাঁও বহরুল উলুম দাখিল মাদরাসার সহকারী সুপার মো. আব্দুর রহিম। কারিগরির মাধ্যমিক ও কলেজ পর্যায়ে নেত্রকোনার দুর্গাপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ বিপ্লব বিকাশ পাল চৌধুরী সম্মাননা পেয়েছেন।

‎মাদরাসার আলিম বা উচ্চমাধ্যমিক স্তরে রাজধানীর উত্তরার তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার অধ্যক্ষ ড. আব্দুল্লাহ আল মামুন, কারিগরির উচ্চশিক্ষা পর্যায়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর (টেক/ফুড) মো. শাহরিয়ার আলম, মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে ময়মনসিংহের রওশন আরা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছমা আক্তার সম্মাননা পেয়েছেন।

‎উচ্চশিক্ষা পর্যায়ে সম্মাননাপ্রাপ্তরা হলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আব্দুল হালিম, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. আবুল কালাম আজাদ, বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ অধ্যাপক ড. শেখ মো. তাজুল ইসলাম।

‎এ বছর দুইজন শিক্ষককে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়েছে। তারা হলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. মোহাম্মদ আলী চৌধুরী (মরণোত্তর) ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ইমেরিটাস অধ্যাপক শমশের আলী (মরণোত্তর)।

‎ইফফাত জাহান বাংলাদেশ বেতার রাঙ্গামাটি কেন্দ্রের একজন সঞ্চালক ও কথিকা শিল্পী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ব্যক্তিগত জীবনে তিনি রাঙ্গামাটি জেলার বর্ষিয়ান রাজনীতিবিদ ও বীরমুক্তিযোদ্ধা মরহুম বদিউল আলমের কনিষ্ঠ কন্যা এবং রাঙ্গামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সচিব মু. শাব্বির আহমদের সহধর্মিনী। তাদের দুই কন্যা সন্তান ইয়াশনা আহমেদ ও ইয়াশফা আহমেদ রাঙ্গামাটি লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ এর ছাত্রী। তিনি ২০০৭ সালে প্রাথমিক শিক্ষা বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক পদে যোগদান করেন।

‎গুণি শিক্ষক মনোনীত হওয়ায় ইফফাত জাহান বলেন- মহান আল্লাহর রহমত এবং মানুষের দোয়া ও ভালোবাসায় আমার এ প্রাপ্তি। আমি উপজেলা, জেলা, বিভাগ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রনালয়ের সকল শিক্ষা কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার প্রধান শিক্ষক সহ সকল সহকর্মী, অভিভাবক এবং ছাত্র ছাত্রীর প্রতি। আমি মনে করি এই অর্জন সকলের, এ অর্জন রাঙামাটি পার্বত্য জেলার। আমি আমার উপর অর্পিত দায়িত্ব যাতে সঠিকভাবে এবং সততার সাথে পালন করতে পারি এবং শিক্ষা ক্ষেত্রে অবদান রাখতে পারি সেজন্য সকলের নিকট দোয়া কামনা করছি।

‎জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কফিল উদ্দিন, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানস মুকুল চাকমা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা  আশীষ কুমার মহাজন এবং সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান ।

‎ইফফাত জাহান বলেন, আপনাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতার কারণে জাতীয় পর্যায়ে “প্রাথমিক (সাধারণ) গুণি শিক্ষক ” মনোনীত হতে পেরেছি। এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে ফুলেল শুভেচ্ছা জানানোর জন্য।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: