রাঙামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ বুধবার সকালে দিবসটি উপলক্ষে জেলা পরিষদ কার্যালয়ের সামনে একটি বর্ণাঢ্য রালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদ এনেক্স ভবনে আলোচনা সভায় জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়ার সভাপতিত্বে ও জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী সুব্রত বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাঙামাটি জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার রেজাউল করিম ।
প্রধান অতিথি বলেন, হাত ধোয়া নিয়ে আমরা যা করছি তা যেন আমরা মেনে ছিল। আমরা হাত ধোয়ার ব্যাপারে আরো সচেতন হবো। পানি কি ভাবে খাবো সেটাও অনেকে জানে না। হাত ধোয়া দিবসটা যেন আমরা সবার মাঝে ছড়িয়ে দিতে পারি সে দিকে লক্ষ রাখতে হবে। পরিস্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। নাকে মূখে হাত না দেওয়ার পরামর্শ দেন তিনি।
বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডাক্তার প্রতিক সেন, রাঙামাটি প্রাণি সম্পদ বিভাগের ডাক্তার মোঃ মাইনুল হোসেন,প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক,সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস আলী ও রাঙামাটি প্রতিবন্ধী পূর্ণবাসন স্কুলের নির্বাহী পরিচালক নুরুল আবছারসহ আরো অনেকে। এছাড়াও হাত ধোয়া অনুষ্ঠানে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কোমলমতি শিশুরা ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, হাত ধোয়া দিবস একটি গুরুত্বপূর্ণ দিবস বলে উপস্থিত সবাইকে সচেতন করেন। হাত ধোয়ার মাধ্যমে আমরা সবাই জীবানু মুক্ত থাকবো। বিশেষ করে শিশুদের হাত ধোয়ার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। হাত ধোয়া দিবস অনুষ্ঠানে হাত ধোয়ার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। হাত ধোয়া দিবসে বক্তারা জনস্বাস্থ্য বিভাগের বিভিন্ন অনিয়মের কথাও তুলে ধরেন।


















