বরকল উপজেলার ২ নং বরকল ইউনিয়নের কুসুমপুর মনোরম বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি ও সদ্ধর্মপ্রাণ দায়ক-দায়িকাবৃন্দের আয়োজনে ২৩ তম শুভ দানোত্তম কঠিন চীবর দান ও নবনির্মিত বুদ্ধমূর্তি অভিষেক অনুষ্ঠান-২০২৫ আজ অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে বিহার প্রাঙ্গনে ধর্মদেশনার মাধ্যমে এই মুহতি অনুষ্ঠান শুরু হয়। ভদন্ত শ্রদ্ধালংকার মহাথের, সভাপতি সিএইচটি সুপ্রিম সংঘ কাউন্সিল বাংলাদেশ ও আবাসিক অধ্যক্ষ সংঘরাম বিহার ভেদভেদি এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্মবিষয়ক সম্পাদক ও রাঙামাটি জেলা বিএনপির সাবেক সফল সভাপতি দীপেন দেওয়ান মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের সম্মানিত সদস্য দেব প্রসাদ দেওয়ান।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাহুল চাকমা, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আল আমিন, কলেজ ছাত্রদলের বিবিএস ডিপার্টমেন্ট কমিটির সিঃসহ সভাপতি সাদন বিকাশ চাকমা সহ শত শত দায়ক-দায়িকাবৃন্দ।
প্রধান অতিথি হিসেবে দীপেন দেওয়ান বলেন ধর্ম ও জাতী একে ওপরের পরিপূরুক। সমাজে যে যার কাজ নিজ নিজ যায়গা থেকে নিজেকে সৎ নিষ্ঠাবান হিসেবে দায়িত্ব পালন করলে সমাজ তথা রাষ্ট্রের কল্যাণ বয়ে আনে।