ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার নয় মাইল এলাকায় বিয়ারৌং অনাথ আশ্রমে শিক্ষা, ক্রীড়া ও খাদ্যসামগ্রী উপহার দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) আশ্রমের অনাথ শিশুদের হাতে শিক্ষা উপকরণ খেলাধুলার সামগ্রী ও খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এসময় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশন এর পক্ষ বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহেদুল হোসেন সুমন। এসময় তিনি বলেন, “পাহাড়ে সুবিধাবঞ্চিত, পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করে যাবে ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশন, পাশাপাশি সাবেক এমপি ওয়াদুদ ভূইয়া মহোদয়ের কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষা,স্বাস্থ্য, ক্রীড়া ও সংস্কৃতি নিয়ে কাজ করে যাবে ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশন”।
এ সময় আরো বক্তব্য প্রদান করেন, অনাথ আশ্রমের সভাপতি পরিমল জ্যোতি ত্রিপুরা, সাধারণ সম্পাদক চন্দ্র কিশোর ত্রিপুরা। আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি বাচ্ছু আহমেদ, বিপন ত্রিপুরা, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিলন কান্তি ত্রিপুরা, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান এবং খাগড়াছড়ি সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাইদুল ইসলাম সাঈদ।


















