বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের প্রতিষ্ঠান কাপ্তাই লাম্বার প্রসেসিং সেন্টার (এলপিসি) শাখার বার্ষিক পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সঃ) মাহফিল দোয়া ও আলোচনা সভা বৃহস্পতিবার (৬নভেম্বর) সকাল ১০টায় কাপ্তাই এলপিসিতে অনুষ্ঠিত হয়েছে। কাপ্তাই এলপিসি প্রধান শাখায় কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএফআইডিসি, এলপিসি, কাপ্তাই শাখার সহ-মহাব্যবস্থাপক তীর্থ জিৎ রায়। প্রধান অতিথির বক্তব্যে এসময় তিনি বলেন,করাতকল ও বিএফআইডিসি উন্নয়নের জন্য আমরা একতাবদ্ধ হয়ে কাজ করব। দেশের উন্নয়নের জন্য আমরা দোয়া করব।
দোয়া মাহফিলে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন কাপ্তাই বিএফআইডিসি জামে মসজিদের পেশ ইমাম মুফতি আনোয়ার হোসেন সাইফী। তিনি এলপিসি উন্নয়ন এবং সকল নিহত সাবেক কর্মকর্তা, কর্মচারী, শ্রমিকদের আত্মার মাগফেরাতের জন্য দোয়া করেন।এসময় সহ ব্যবস্থাপক বিলাশ কুমার বিশ্বাস, প্রধান সহকারী (প্রশাসন) মিনু চাকমা, এলপিসি শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতি আল আমিন, সম্পাদক মো.শাহীন উদ্দিন, কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কবির হোসেনসহ শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


















