রাঙামাটিতে ৭৩ লিটার চোলাই মদ সহ ৪ নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। এসব মদের বাজার মূল্য প্রায় ৩০ হাজার টাকা।
আজ দুপুরে রাঙামাটির সদর উপজেলার মগবান ইউনিয়নের বড়াদম এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। পরে নিয়মিত মামলা রুজু করে চারজনকেই আদালতে পাঠানো হয়েছে।
আসামীরা হলেন ১। আয়েশা বেগম (২৭), স্বামী- মঈনুদ্দীন, পিতা- মৃত এসকান্দার, মাতা- মাফিয়া খাতুন, ২। শিরিন বেগম (২৩), স্বামী-মনির হোসেন, পিতা-মৃত সাবুদ্দিন, মাতা-আনু বেগম, ৩। আনোয়ারা বেগম (৫৪), স্বামী-আজিজুল হক, পিতা-মৃত সেকেন্দার, মাতা-মৃত বিবি সালেহা, সর্ব সাং- পাহাড়তলী, স্ক্যাপ কলোনী (রেল গেইট), ০৯নং ওয়ার্ড, সিটি কর্পোরেশন, থানা-আকবর শাহ, সিএমপি চট্টগ্রাম ৪। সোনিয়া আক্তার (২৪), স্বামী-সাদা মিয়া, পিতা-মৃত মোজাম্মেল হক, মাতা-মরিয়ম, সাং- আম-বাগান ঝাউতলা ইউসুফ স্কুলের পিছনে, থানা-খুলশী, সিএমপি চট্টগ্রাম।
রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আরিফুল আমীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ৭৩ লিটার চোলাই মদ সহ ৪ নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। পরে মাদক আইনে মামলায় তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।