মঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫ | ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাজস্থলীতে যুব ও যুব নারীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রতিবেদক
প্রতিনিধি, রাজস্থলি, রাঙামাটি
নভেম্বর ১১, ২০২৫ ৬:০১ অপরাহ্ণ

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”— এই স্লোগানকে সামনে রেখে রাজস্থলী উপজেলায় শুরু হয়েছে যুব ও যুব নারীদের দক্ষতা উন্নয়নমূলক অপ্রাতিষ্ঠানিক ভ্রাম্যমাণ প্রশিক্ষণ ও সচেতনমূলক কোর্স অনুষ্ঠিত হয়।

আজ (১১ নভেম্বর) ৫ থেকে ১১ তারিখ পর্যন্ত চলমান এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়, ছাগলখাইয়া পাড়া কেন্দ্রে। প্রশিক্ষণের মূল বিষয় ছিল বসতবাড়িতে সবজি চাষ ও নার্সারি বিষয়ক কার্যক্রম।কর্মসূচির আয়োজন করে যুব উন্নয়ন অধিদপ্তর, যার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজস্থলী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয় রতন চাকমা।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক উসামং মারমা, উপসহকারী কৃষি কর্মকর্তা শেখর চৌধুরী, প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন উনুসিং মারমা, তাপস পাল ও কাজল দে। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তি ও প্রশিক্ষণার্থী যুবক-যুবতীরা উপস্থিত ছিলেন।

বক্তব্যে সহকারী পরিচালক উসামং মারমা বলেন — “দেশের উন্নয়নে তরুণ প্রজন্মের ভূমিকা অপরিসীম। কৃষি, সবজি চাষ ও নার্সারি কার্যক্রমের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি করা গেলে যুব সমাজ হবে স্বাবলম্বী এবং দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।”

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয় রতন চাকমা বলেন — “বর্তমান সরকার বেকারত্ব দূরীকরণে যুব ও যুব নারীদের দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি তরুণদের আত্মনির্ভরশীল করে তুলবে।”

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে তারা নিজেদের বসতবাড়িতে সবজি ও নার্সারি চাষের বাস্তব ধারণা পাচ্ছেন, যা ভবিষ্যতে তাদের আয়ের উৎস হিসেবে কাজ করবে।এভাবে উপজেলা পর্যায়ে চলমান যুব উন্নয়ন অধিদপ্তরের এসব উদ্যোগ স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: