বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাঙামাটির কাপ্তাই উপজেলা কমান্ড এর এডহক কমিটির পরিচিত সভা মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ১২ টায় কাপ্তাই উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষ “কিন্নরী “তে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রুহুল আমিন। এসময় তিনি বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। আপনাদের আত্মত্যাগে আমরা এই বাংলাদেশ পেয়েছি। সরকার বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সবসময় আন্তরিক থাকেন।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কাপ্তাই উপজেলা কমান্ড এর এডহক কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো: হুমায়ুন কবির এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা ইউনিট এর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমান, কাপ্তাই থানার ওসি মোহাম্মদ কায় কিসলু, কাপ্তাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী এবং রাজস্থলী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এর আহবায়ক সাদ আলী।
কাপ্তাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এর সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইস্রাফিল হোসেন এর সভাপতিত্বে এসময় আরোও বক্তব্য রাখেন নব নির্বাচিত কমিটির যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো: মুজিবুর রহমান, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো: আবিউর রহমান, কাপ্তাই উপজেলা বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন এর মেয়ে শাহিদা আক্তার সাজু, কাপ্তাই উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডার এর সভাপতি রণজিৎ বাড়ৈ কাঞ্চন। এসময় নব নির্বাচিত এডহক কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।


















