মঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫ | ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের শিক্ষক নিয়োগ পরীক্ষা আবারও স্থগিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
নভেম্বর ১১, ২০২৫ ১০:৫০ অপরাহ্ণ

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা আবারও স্থগিত করা হয়েছে। মঙ্গলবার বিকালে অনিবার্য কারণ উল্লেখ করে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। আগামী ১৪ নভেম্বর (শুক্রবার) সকাল ১০টায় এ নিয়োগের লিখিত পরীক্ষা হওয়ার কথা। কিন্তু এবারও তৃতীয় দফায় আহবান করা নিয়োগের নির্দিষ্ট পরীক্ষাটি স্থগিত করা হলো। এর আগে আহবান করা দুই দফা নিয়োগ কার্যক্রমে ২০২২ সালের ২৯মে এবং ২০২৪ সালের ২০মে নির্ধারিত লিখিত পরীক্ষা স্থগিত করা হয়। এবারও পরীক্ষা স্থগিত করায় হতাশ আগ্রহী প্রার্থীরা।

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কফিল উদ্দিন বলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের অধীন সরকারি সহকারী শিক্ষক নিয়োগের জন্য ১৪ নভেম্বর নির্ধারিত লিখিত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। পরীক্ষার পরবর্তী সময়সূচি যথাসময়ে সংশ্লিষ্ট সবাইকে জানানো হবে। জেলার ১০ উপজেলায় বিদ্যমান বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শূন্যপদ পূরণে সহকারী শিক্ষ নিয়োগের জন্য ২৭ আগষ্ট বিজ্ঞপ্তি প্রকাশ করেন জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার। এতে ৫৮৯ শূন্যপদে আবেদন করেন ৬ হাজার ৬৪৮ আগ্রহী প্রার্থী।

এ বিষয়ে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার বলেন, এখন ডিসেম্বরের প্রথম সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার বিষয়টি সামনে এসেছে। এ পরিস্থিতিতে নিয়োগটির কার্যক্রম সম্পন্ন করতে আমরা হয়তো পর্যাপ্ত সময় পাব না। তাই আপাতত নিয়োগের সব কার্যক্রম সাময়িক স্থগিত করেছি।

এদিকে বারবার নিয়োগ কার্যক্রম স্থগিত হওয়ায় চরম হতাশায় আগ্রহী প্রার্থীরা। এতে তারা ব্যাংক ড্রাফট জমা দেওয়াসহ আর্থিক, সনদ ও প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত, সত্যায়নসহ বারবার নানাভাবে চরম হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন নাম প্রকাশ না করার শর্তে নিয়োগপ্রার্থী অনেকে। অন্যদিকে ৪০০ টাকা করে ব্যাংক ড্রাফটের বিপরীতে এবার নিয়োগে ৬ হাজার ৬৪৮ প্রার্থীর কাছ থেকে জেলা পরিষদ পেয়েছে ২৬ লাখ ৫৯ হাজার ২০০ টাকা।

অপরদিকে সামনের জাতীয় নির্বাচনকে অজুহাত হিসাবে উল্লেখ করলেও মূলত আন্দোলনের হুমকির মুখে এবার নিয়োগ কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে জানা গেছে। এর আগে নিয়োগ কার্যক্রম বন্ধ রাখতে ১০ নভেম্বর (সোমবার) ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বরাবর একটি যৌথ স্মারকলিপি দেন বিভিন্ন সংগঠনের স্থানীয় নেতারা। এতে ১৪ নভেম্বরের লিখিত পরীক্ষা স্থগিত রাখার দাবি জানিয়ে আলটিমেটাম দেওয়া হয়।
বলা হয়, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের হস্তান্তারিত প্রাথমিক শিক্ষা বিভাগে সহকারী শিক্ষক নিয়োগের চলমান প্রক্রিয়া সম্পূর্ণ নিয়ম বহির্ভূত, এক তরফা, তথ্য বিভ্রাট ও বৈষম্যমূলক। কারণ এতে কোনো রকম কোটা, শূন্য পদের সংখ্যা বা উপজেলা কোটা উল্লেখ করা হয়নি। এসব কিছু স্পষ্ট করতে হবে। অন্যথায় পরীক্ষার দিন অবরোধ কর্মসূচি দেওয়া হবে। এমনকি প্রয়োজনে উচ্চ আদালতে মামলা দায়ের করা হবে।

স্মারকলিতে স্বাক্ষর করেন বিপ্লবী ওয়ার্কাস পার্টির রাঙামাটি জেলার সভাপতি নির্মল বড়ুয়া, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙামাটি জেলার সভাপতি মো. সোলায়মান, বাংলাদেশ খেলাফত মজলিশ রাঙামাটি জেলা শাখার সভাপতি মাওলানা আবু বকর ছিদ্দিক, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়ক মো. শহিদুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন রাঙামাটি জেলার সভাপতি মো. কামাল উদ্দিন, রাঙামাটি সচেতন নাগরিক ঐক্যের সমন্বয়ক বিজয় ধর, গণঅধিকার পরিষদের রাঙামাটি জেলা শাখার সদস্য সচিব ওয়াহিদুজ্জামান রোমান, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাঙামাটি জেলা সভাপতি মো. তাজুল ইসলাম।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: