ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন চলতি বছরের গত ২০ অক্টোবর সারাদেশে চুড়ান্ত ভোটার তালিকা এবং ভোট কেন্দ্র প্রকাশ করেছেন। প্রকাশিত তালিকায় রাঙামাটির কাপ্তাই উপজেলায় এবার মোট ভোটার ৫০ হাজার ৪ শত ৬৪ জন। তৎমধ্যে পুরুষ ভোটার ২৬ হাজার ১ শত ৭৭ জন এবং মহিলা ভোটার ২৪ হাজর ২ শত ৮৭ জন। গতবারের চেয়ে ভোটার বেড়েছে ১৭ শত ৭ জন। গতবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাপ্তাইয়ে মোট ভোটার ছিল ৪৮ হাজার ৭ শত ৫৭ জন। কাপ্তাই উপজেলা নির্বাচন অফিসার মিতা পারিয়াল হতে এই তথ্য পাওয়া যায়।
তিনি আরোও জানান, এই বছর কাপ্তাইয়ের ৫ টি ইউনিয়ন এর ২২ টি কেন্দ্রে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্টিত হবে। তৎমধ্যে ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নে ৪ টি, ২ নং রাইখালী ইউনিয়নে ৫ টি, ৩ নং চিৎমরম ইউনিয়নে ৩ টি, ৪ নং কাপ্তাই ইউনিয়নে ৫ টি এবং ৫ নং ওয়াগ্গা ইউনিয়নে ৫ টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রুহুল আমিন জানান, দীর্ঘ দিন পরে বাংলাদেশের জনসাধারণ সঠিক সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করবে। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণ রাষ্ট্রীয় ক্ষমতায় অংশগ্রহন করে। কাজেই সুষ্ঠুভাবে ভোট গ্রহন প্রক্রিয়া সম্পন্ন করা আমাদের পবিত্র দায়িত্ব। কাপ্তাই উপজেলায় সুষ্ঠুভাবে ভোট গ্রহনের লক্ষ্যে ইতিমধ্যে প্রশিক্ষণের জন্য ভোট গ্রহন কর্মকর্তা চুড়ান্ত করা হয়েছে। ভোট কেন্দ্রে ভোটাররা যাতে নিরাপদ পরিবেশে ভোট দিতে পারে সেইজন্য বিভিন্ন কার্যক্রম গ্রহন করা হয়েছে।


















