নবাগত পুলিশ সুপার রাঙামাটি পার্বত্য জেলায় যোগদান ও দায়িত্বভার গ্রহণ করেছেন। ৩০ নভেম্বর ২০২৫ রাঙামাটি পার্বত্য জেলার নবাগত পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম রাঙামাটি জেলায় পুলিশ সুপার হিসেবে যোগদান করে দায়িত্ব ভার গ্রহন করেন।
নবাগত পুলিশ সুপারকে রাঙামাটি জেলা পুলিশের পক্ষ হতে অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় রাঙামাটি জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে। নবাগত পুলিশ সুপার মহোদয় রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও ফোর্সদের সঙ্গে পরিচিত হন এবং জেলার দায়িত্বভার গ্রহণ করেন।
পুলিশ সুপর দায়িত্বভার গ্রহণ শেষে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অত্র জেলার সকল সার্কেল, অফিসার-ইনচার্জ ওসিগণ এবং অন্যান্য ইউনিট ইনচার্জগণের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। তিনি উপস্থিত অফিসারদের বক্তব্য মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং জেলা পুলিশের সার্বিক আরও গতিশীল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, নবাগত পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম ২৫তম বিসিএস ব্যাচের কর্মকর্তা। তিনি রাঙামাটি পার্বত্য জেলার ৪৮তম পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এর পূর্বে তিনি চাঁদপুর জেলা পুলিশের পুলিশ সুপার হিসেবে সুনামের সাথে কর্মরত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (ক্রাইম অ্যান্ড অপস), মোঃ জাহেদুল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার, কাপ্তাই সার্কেল, আসিফ ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার, বরকল সার্কেল, মাহমুদুল হাসান, সহকারী পুলিশ সুপার, বাঘাইছড়ি সার্কেল, মোঃ নুরুল আমীন, সহকারী পুলিশ সুপার, রাজস্থলী সার্কেল, মোজাম্মেল হক, সহকারী পুলিশ সুপার (এসএএফ), সকল থানার অফিসার ইনচার্জগণ, অন্যান্য ইউনিট ইনচার্জগণ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফবৃন্দ।


















