উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রাঙামাটিতে পালিত হয়েছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস। শুক্রবার সন্ধ্যা ৬টায় বনরূপা আয়োজন রেস্টুরেন্টে স্বেচ্ছাসেবী, ট্যুরিজম, উদ্যোক্তা ও যুব সংগঠন “হিল সার্ভিস” দিনটি উদযাপন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হিল সার্ভিস এর উপদেষ্টা ও রেড ক্রিসেন্ট রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল।
তিনি বলেন, “স্বেচ্ছাসেবীরা সমাজ পরিবর্তনের অন্যতম শক্তি। অন্যের কল্যাণে নিজের সময়, শ্রম ও মেধা ব্যয় করাই প্রকৃত মানবিকতার পরিচয়।”
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো: হাবীব আজম। তিনি তাঁর বক্তব্যে বলেন, “হিল সার্ভিসের তরুণরা যেমন মানবিক কাজ করে এগিয়ে যাচ্ছে, তেমনিভাবে রাঙ্গামাটির ভাবমূর্তি দেশ-বিদেশে আরও উজ্জ্বল হবে।”
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হিল সার্ভিস রাঙামাটি জেলা সভাপতি মিনারা বেগম। তিনি বলেন, “স্বেচ্ছাসেবীরা কোনো স্বার্থ না দেখে মানুষের পাশে দাঁড়ান—এই চেতনা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন— ওয়ার্ল্ড পিস অ্যান্ড হিউম্যান রাইটস সোসাইটি রাঙ্গামাটি জেলা শাখার প্রতিষ্ঠাতা ও সভাপতি, অরুপ মুৎসুদ্দি, শাপলা নারী কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা মোহাম্মদ নাসির উদ্দিন, রিজার্ভ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক মো: মাসুদ পারভেজ।
তাঁরা বলেন, “স্বেচ্ছাসেবক দিবস শুধু আনুষ্ঠানিকতা নয়—এটি মানবিকতার চর্চাকে আরও বিস্তৃত করার অঙ্গীকার।”
এসময়ে হিল সার্ভিস এর সহ-সভাপতি সাহিদা আক্তার শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, সাংগঠনিক বক্তব্য রাখেন হিল সার্ভিস এর আইন বিষয়ক অ্যাডভোকেড জামাল হোসেন।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন— স্বপ্নযাত্রী ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা শাখার প্রতিনিধি আজাদ সিদ্দিকী, বিডি ক্লিন রাঙ্গামাটি জেলার সমন্বয়ক সাইমুন ইসলাম, ইয়ুথ রাঙামাটি প্রতিনিধি মাসুম আজিজ, রাঙ্গামাটি ব্লাড ফোর্স প্রতিনিধি রমজান আলী।
অনুষ্ঠানে অতিথিরা হিল সার্ভিসের বিভিন্ন কল্যাণমূলক ও তৃণমূলভিত্তিক কার্যক্রমের প্রশংসা করে বলেন, “পরিবেশ, সমাজ, মানবিকতা ও যুব উন্নয়নে হিল সার্ভিস গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।”
শুরুতে কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ ইফতেখার শওকত, গীতা পাঠ করেন সংগঠনের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক উর্মিতা দে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হিল সার্ভিস এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মুহাম্মদ মাসুদ রানা রুবেল। রাঙ্গামাটিতে স্বেচ্ছাসেবী আন্দোলনকে আরও এগিয়ে নিতে হিল সার্ভিসের এই উদ্যোগ প্রশংসিত হয়েছে।


















