রাঙামাটি পৌরসভার আয়োজনে ২৪ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় পার্বত্য চট্টগ্রাম তিন জেলা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ৩’শতের অধিক অংশগ্রহনকারী ম্যারাথন দৌড়ে অংশ গ্রহন করেন।
৫ ডিসেম্বর জেলার কাপ্তাই সুইডেন পলিটেকনিক্যাল ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণে সমায়েত হয়ে ৬ ডিসেম্বর সকাল ৬টার সেখান থেকে রাঙামাটি পৌরসভার মাঠ প্রঙ্গণে এসে দৌড় শেষ হয়। ম্যারাথন দৌড়ে প্রথম পুরস্কার পুরুষ-১০ হাজার টাকা ও দ্বিতীয় পুরস্কার নারী-১০ হাজার টাকা। ম্যারাথন দৌড় শেষে পৌরসভা মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসনের (ডিডিএলজি) ও পৌর প্রশাসক মোবারক হোসেনের সভঅপতিত্বে উপস্থিত ছিলেন, রাঙামাটি সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল আকরামুল রাহাত পিএসসি,পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রাকিব ও সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
লেঃ কর্ণেল আকরামুল রাহাত পিএসসি বলেন, খেলাধুলার কোন বিকল্প নাই। খেলাধুলা করলে শরীর ও মন ভাল থাকে। রাঙামাটি পৌরসভা মনমুগ্ধকর পরিবেশে আজকে যে ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করেছেন সত্যি তারা প্রসংশার দাবি রাখে। এখানে যারা অংশগ্রহন করেছেন তারা যদি চায় সেনাবাহিনীতে যোগদান করতে চায় তাহলে রাঙামাটি সেনা জোন সার্বিক সহযোগিতা করবে। বাংলাদেশ সেনাবাহিনী সব সময়ে আপনাদের পাশে আছি আগামীতেও থাকব।
পৌর প্রশাসক মোবারক হোসেন বলেন, ম্যারাথন প্রতিযোগিতায় পার্বত্য চট্টগ্রাম ও তার বাহিরে দেশের বিভিন্ন প্রান্ত হতে ম্যারাথনে ৩’শজনের অধিক প্রতিযোগি অংশ গ্রহন করেছেন। কাপ্তাই সুইডেন পলিটেনিক্যাল ইনস্টিটিউট মাঠ হতে শনিবার সকাল ৬টায় দৌড়ে অংশ গ্রহন করে ২৪ কিলোমিটার অতিক্রম করে রাঙামাটি পৌরসভা মাঠ প্রাঙ্গণে এসে শেষ হয়।
অংশগ্রহনকারী প্রথম বিজয়ী পুরুষ পাবেন ১০ হাজার টাকা এবং অংশগ্রহনকারী প্রথম বিজয়ী নারী পাবেন ১০ হাজার টাকা। বাকিরা দ্বিতীয় পুরস্কার ৭ হাজার টাকা, তৃতীয় পুরস্কার ৫ হাজার টাকা ও ৪র্থ এবং ৫ম পুরস্কার ৩ হাজার টাকা। তবে অংশগ্রহরকারী সবাই পাবেন মেডেল ও সাটিফিকেট। এই আয়োজনে সেনাবাহিনী, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস ও সিভিল প্রশাসন আমাকে সহযোগিতা করার জন্য সবার কাছে আমি কতৃজ্ঞ।
এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রাকিব, সিভিল সার্জন নূয়েন খীসা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারিরা। ম্যারাথনের আলোচনা শেষে বিজয়ীদেও মধ্যে পুরস্কার ও সাটিফিকেট তুলে দেন অতিথিদ্বয়রা।


















