শীত মৌসুমে মানবিক সহায়তা ও সামাজিক দায়িত্ববোধের অংশ হিসেবে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় রবিবার (১১ জানুয়ারি) ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ দুর্গম পার্বত্য এলাকা জুরাছড়ি উপজেলার আওতাধীন অদয়াবাবছড়া, পানকাটা, কচুতলী ও জামাইছড়ীতে বসবাসরত অসহায়, দুঃস্থ ও শীতার্ত জনগণের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
উক্ত এলাকায় বসবাসরত পাহাড়ী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে শীত মৌসুমে কষ্ট লাঘবের লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস্ উপস্থিত থেকে প্রত্যন্ত ও যোগাযোগ বিচ্ছিন্ন পার্বত্য অঞ্চলের মোট ১৫০ (একশত পঞ্চাশ)টি পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলাকালে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক বলেন, কাপ্তাই বিজিবি ব্যাটালিয়ন অত্যন্ত পেশাদারিত্বের সাথে সীমান্ত সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃ রাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনের পাশাপাশি ‘অপারেশন উত্তরণ’ এর আওতায় দূর্গম পাহাড়ী এলাকায় বসবাসরত স্থানীয় নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মাঝে বিভিন্ন সময়ে মানবিক ও জনকল্যাণমূলক কাজ করে আসছে।
তিনি আরও বলেন, মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে বিজিবি ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে। দুর্গম পার্বত্য অঞ্চলে শীতের তীব্রতা তুলনামূলকভাবে বেশি হওয়ায় এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে স্বস্তি ও নিরাপত্তা বোধ সৃষ্টি করেছে। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা বিজিবি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন। কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) নিয়মিতভাবে সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক সহায়তা, চিকিৎসা সেবা, ত্রাণ বিতরণ ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে, যা স্থানীয় জনগণের সঙ্গে বিজিবি’র সুসম্পর্ক ও পারস্পরিক আস্থাকে আরও সুদৃঢ় করছে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ব্যাটালিয়নের বিভিন্ন পদবীর বিজিবি সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


















