মঙ্গলবার , ১৩ জানুয়ারি ২০২৬ | ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

‎জ্বালানি তেল থাকলেও অচল সিএনজি: এলপিজি সংকটে বিপর্যস্ত রাঙামাটির যোগাযোগ

প্রতিবেদক
মোস্তফা রাজু, রাঙামাটি
জানুয়ারি ১৩, ২০২৬ ১০:০১ অপরাহ্ণ

এলপিজি সংকটে বিপর্যস্ত রাঙামাটির যোগাযোগ ব্যবস্থা।জ্বালানি তেলের কোনো সংকট না থাকলেও দেশের একমাত্র রিকশাবিহীন জেলা শহর রাঙামাটিতে সিএনজি অটোরিকশা চলাচল স্বাভাবিক হচ্ছে না। ফলে পর্যটক, শিক্ষার্থী, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। দীর্ঘ সময় অপেক্ষার পরও সিএনজি না পেয়ে অনেককে হেঁটে গন্তব্যে যেতে হচ্ছে। এতে জেলার স্বাভাবিক দৈনন্দিন কর্মকাণ্ড মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

‎গত কয়েকদিন ধরে রাঙামাটিতে সিলিন্ডার গ্যাসের পাশাপাশি এলপিজি গ্যাসের সংকট দেখা দিয়েছে, যা বর্তমানে তীব্র আকার ধারণ করেছে। জেলার তিনটি এলপিজি ফিলিং স্টেশনের মধ্যে গত ১১ জানুয়ারি সীমিত পরিসরে কেবল ভেদভেদি এলাকার মেসার্স মা পেট্রোলিয়াম ফিলিং স্টেশনে স্বল্প পরিমাণে গ্যাস পাওয়া গেলেও বর্তমানে তিনটি স্টেশনেই গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

‎সিএনজি চালকরা জানান, শহরে কোথাও গ্যাস পাওয়া না যাওয়ায় তারা গাড়ি চালাতে পারছেন না, যদিও প্রতিটি সিএনজিতে জ্বালানি তেলের সংযোগ রয়েছে। তেল ব্যবহার করে গাড়ি চালানো প্রসঙ্গে চালকরা বলেন, এলপিজির তুলনায় তেলের দাম বেশি হওয়ায় বর্তমানে তেল দিয়ে সিএনজি চালানো তাদের পক্ষে সম্ভব নয়।

‎২০২২ সালের আগস্ট মাসে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে সিএনজি ভাড়া পুনর্নির্ধারণ করা হয়। সে সময় ৮ টাকার ভাড়া ১০ টাকা, ১২ টাকার ভাড়া ১৫ টাকা, ২০ টাকার ভাড়া ২৫ টাকা এবং ২৪ টাকার ভাড়া ৩০ টাকা নির্ধারণ করা হয়। সর্বনিম্ন ভাড়া ১০ টাকা ও সর্বোচ্চ ভাড়া ৩০ টাকা নির্ধারণ করে নতুন ভাড়ার তালিকা কার্যকর করা হয়। এই ভাড়া নির্ধারণ করা হয়েছিল মূলত জ্বালানি তেলের মূল্য বিবেচনায় রেখেই।

‎সেই হিসেবে বর্তমানে জ্বালানি তেলের কোনো সংকট না থাকায় সিএনজি চলাচল বন্ধ থাকার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা। তাদের অভিযোগ, তেলের দামের ভিত্তিতে ভাড়া নির্ধারণ হলেও বাস্তবে দীর্ঘদিন ধরে প্রায় ৯৯ শতাংশ সিএনজি এলপিজি গ্যাস ব্যবহার করে চলেছে।

‎যাত্রীরা অভিযোগ করে বলেন, তেলের দামের ভিত্তিতেই তারা দীর্ঘদিন ধরে ভাড়া দিয়ে আসছেন, অথচ বাস্তবে অধিকাংশ সিএনজি কম দামের এলপিজি গ্যাস ব্যবহার করছে। দীর্ঘ সময় গ্যাস দিয়ে চলার পর এখন সংকটের অজুহাতে সিএনজি চলাচল বন্ধ রাখা অযৌক্তিক বলেও মনে করছেন তারা। যাত্রীদের মতে, গ্যাস সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত অন্তত জ্বালানি তেল ব্যবহার করে সিএনজি চলাচল সচল রাখা যেত।

‎উল্লেখ্য, ২০২২ সালের আগস্টে ভাড়া বৃদ্ধির দাবিতে সিএনজি চালকরা কোনো পূর্বঘোষণা ছাড়াই ধর্মঘট শুরু করলে সাধারণ মানুষকে টানা ৭২ ঘণ্টা চরম ভোগান্তি পোহাতে হয়। পরে জেলা প্রশাসনের উদ্যোগে জরুরি বৈঠকের মাধ্যমে সংকট নিরসন হয়। ওই বৈঠকে তৎকালীন জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে পৌর মেয়র আরব হোসেন চৌধুরী, রাঙামাটি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি পরেশ মজুমদার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু এবং আদিবাসী অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি বিপাশ চাকমা উপস্থিত ছিলেন।

‎সাধারণ যাত্রীরা আশঙ্কা প্রকাশ করে বলেন, দ্রুত সময়ের মধ্যে যদি এলপিজি গ্যাস সরবরাহ স্বাভাবিক না হয় এবং সিএনজি চলাচল চালু না করা হয়, তাহলে রাঙামাটি শহরের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়বে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে ৮ম ও ৯ম শ্রেণির জন্য ‘নতুন কারিকুলাম বিস্তরণ’ বিষয়ক ৭ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটিতে ছাত্র ও জন সমাবেশ

ডিজিটাল নিরাপত্তা আইনে ৬ সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইবুনালে মামলা

রাঙামাটিতে আখ চাষের ওপর দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

এনসিটিএফ রাঙামাটি শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ঈদগাঁও–ঈদগড় সড়কে অপহৃত নজরুল, মুক্তিপণে ছাড়

কাপ্তাই অবকাশ ক্লাবের কার্যকরি কমিটি গঠন

রামেক ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ইরফান সম্পাদক ইসমাইল

বাঘাইছড়িতে সেনাবাহিনীর অভিযানে একজন আটক

মহালছড়িতে সাঁতার ও নৌকা বাইচ প্রতিযোগিতা

error: Content is protected !!
%d bloggers like this: