খাগড়াছড়ি’র মহালছড়ি উপজেলায় মনাটেক যাদুনালা মৎস্যচাষ বহুমুখী সমবায় সমিতি লিঃ এর নৌকা বাইচ ও সাতাঁর প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে মহালছড়ি মনাটেক পাড়ায় যাদুনালা মৎস্যচাষ বহুমুখী সমবায় সমিতির আয়োজনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা। বিশেষ অতিথি হিসেবে ১ নং মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি রতন কুমার শীল, মনাটেক যাদুনালা মৎস্যচাষ বহুমুখী সমবায় সমিতির সভাপতি রত্ন উজ্জ্বল চাকমা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় নৌকা বাইচ প্রতিযোগীতায় বিজয়ী প্রথম স্থান অর্জন করা দলকে ৬ হাজার টাকা, দ্বিতীয় স্থান অর্জন করা দলকে ৪ হাজার টাকা ও তৃতীয় স্থান অর্জন করা দলকে ৩ হাজার টাকা এবং সাতাঁর প্রতিযোগীতায় বিজয়ী প্রথম পুরষ্কার ৩ হাজার টাকা, দ্বিতীয় পুরষ্কার ২ হাজার ও তৃতীয় পুরস্কার ১ হাজার ৫ শত টাকা নগদ প্রদান করা হয়।