শুক্রবার , ২০ মে ২০২২ | ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বক্সিংয়ে দেশ সেরা হলেন জুরাছড়ির সুরকৃষ্ণ

প্রতিবেদক
সুমন্ত চাকমা, জুরাছড়ি, রাঙামাটি
মে ২০, ২০২২ ২:৩৮ অপরাহ্ণ

দেশের প্রথম পেশাদার বক্সিং টুর্নামেন্ট মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোরে অনুষ্ঠিত ‘সাউথ এশিয়ান প্রফেশনাল বক্সিং ফাইট নাইট—দ্য আল্টিমেট গ্লোরি” ৬১ কেজি লাইটওয়েট ইভেন্টে সেরা হয়েছেন রাঙামাটির জুরাছড়ির সুরকৃষ্ণ চাকমা।

দ্বিতীয় রাউন্ডের শুরুতেই অ্যাটাক করতে গিয়ে রিংয়ে পড়ে যান নেপালি বক্সার মহেন্দ্র বাহাদুর চাঁদ, ফলে নকডাউনের পয়েন্ট পেয়ে যান সুরকৃষ্ণ চাকমা।

চার রাউন্ড শেষে তিন বিচারকের কাছ থেকে ৪০-৩৬, ৪০-৩৬, ৩৭-৩৯ পয়েন্ট পেয়ে লড়াই জিতে নেন জুরাছড়ির এই বক্সার।

তার এ জয়ে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা ও উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ।
দেশের প্রথম পেশাদার বক্সার সুরো কৃষ্ণ চাকমা। ব্রিটিশ-বাংলাদেশি বক্সার আলী জ্যাকোর হাত ধরে পেশাদার জগতে যাত্রা শুরু হয়েছিল তাঁর ২০১৮ সালে। ভারতে গিয়ে দুটি লড়াই জিতেছিলেন। সেই শুরু, আর সেখানেই ইতি হতে চলেছিল তাঁর পেশাদার ক্যারিয়ারের। আলী জ্যাকোর সঙ্গে যোগাযোগ হারিয়েছিলেন, হারিয়েছিলেন পেশাদার জগতের পথটাও।

অবশেষে বাংলাদেশ বক্সিং ফাউন্ডেশনের (বিবিএফ) উদ্যোগে সেই সুরো দেশের মধ্যেই নেমেছে পেশাদার রিংয়ে।

মিরপুর ইনডোর স্টেডিয়ামে গত বৃহস্পতিবার (১৯ মে) দেশে পেশাদার বক্সিংয়ের প্রথম আন্তর্জাতিক আসর ‘আলটিমেট গ্লোরি ফাইট নাইট’। সুরো এখানেই তাঁর ক্যারিয়ারের তৃতীয় লড়াইয়ে নেপালের মহেন্দ্র চাঁদ ঠাকুরির বিপক্ষে। বাংলাদেশ নেপাল ছাড়াও ভারতের একজন বক্সার অংশ নেয় এ আসরে। এই ইভেন্টে মোট তিনটি আন্তর্জাতিক লড়াই হয়। এ ছাড়া আরো চারটি লড়াইয়ে স্থানীয় আটজন বক্সার লড়েন।
উল্লেখ্য বক্সিং থেকে সেরা সাফল্য বাংলাদেশ পেয়েছিল ১৯৮৬ সালে, সিউলে দশম এশিয়ান গেমসে। সেবার ব্রোঞ্জ পদক জিতেছিলেন বাংলাদেশের মোশাররফ হোসেন। এশিয়ান গেমসের ইতিহাসে বাংলাদেশের সেটাই ছিল প্রথম পদক।

সর্বশেষ - আইন ও অপরাধ

%d bloggers like this: