কাচালং নদীতে ফুল ভাসানোর মধ্যে দিয়ে রাঙামাটির বাঘাইছড়িতে শুরু হয়েছে পাহাড়ের ঐতিহ্যবাহী বিজু উৎসব।
১২ এপ্রিল সকাল ৬ ঘটিকায় কাপ্তাই হৃদের শাখা কাচালং নদীতে ফুল ভাসানোর মাধ্যমে পুরাতন বছরকে বিদায় ও নতুন বছকে স্বাগতম জানাতে জড়ো হয় হাজারো দর্শনার্থী। মূহুর্তেই কাচালং নদীর দুই পাশে কানায় কানায় ভরে উঠে।
নদীতে ফুল ভাসানো শেষে উপজেলা ক্রিয়া সংস্থার মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উজনী যুব শিল্পী গোষ্ঠীর সদস্যরা। নাচে গানে মাতিয়ে রাখে আগত দর্শনার্থীদের।
বিজু উৎসব চলবে টানা তিনদিন। নদীতে ফুল ভাসানো ছাড়াও বিভিন্ন পাড়া মহল্লায় নানা ধরনের ঐতিহ্যবাহী খেলার আয়োজন করা হয়েছে।
এলাকার আইনশৃঙ্খলা পরিবেশ ভালো থাকায় উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন বিজু উৎসব উদযাপন কমিটির সদস্যরা।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন বরাবরের মতো উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবারও সকল প্রকার সহযোগীতা রয়েছে।