সোমবার , ১৭ নভেম্বর ২০২৫ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রূপসী কাপ্তাইয়ের আয়োজনে হারিয়ে যাওয়া বউ-ছি ও হা-ডু-ডু খেলা ফেরানোর উদ্যোগ

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি
নভেম্বর ১৭, ২০২৫ ২:৩২ অপরাহ্ণ

আকাশ সংস্কৃতির আগ্রাসানে হারিয়ে যাচ্ছে গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা। একসময় গ্রামগঞ্জ এবং স্কুলে বউছি খেলা, হা- ডু ডু খেলা, কানামাছি, দাঁড়িয়াবান্ধা, গোল্লাছুট খেলা দেখা মিললেও আধুনিক সভ্যতার যাঁতাকলে পিষ্ট হয়ে আমরা ইতিমধ্যে হারিয়েছি  আমাদের অনেক ঐতিহ্যবাহী খেলাধুলা, আচার, আচরণ, কৃষ্টি এবং সংস্কৃতিকে। আমাদের বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা জানে না বউছি খেলা, দাড়িয়াবান্ধা খেলা কিংবা কানামাছি খেলা কি। তাই হারিয়ে যাওয়া এইসব গ্রামীণ খেলাধূলাকে পুনরায় ফিরে আনার লক্ষ্যে রাঙামাটির কাপ্তাই হতে প্রকাশিত মাসিক সাময়িকী রূপসী কাপ্তাইয়ের উদ্যোগে চলতি বছরে দ্বিতীয় বারের মতো কাপ্তাইয়ে  বউছি খেলা এবং হা-ডু-ডু খেলার আয়োজন করা হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) সকাল ১১ টা হতে দুপুর ১ টা পর্যন্ত কাপ্তাই বড়ইছড়ি কর্ণফুলি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় মাঠে এই দুটি খেলা অনুষ্ঠিত হয়। শুরুতেই ছেলেদের হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রতিদ্বন্ধিতা করেন ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় এবং বড়ইছড়ি কর্ণফুলি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়। এতে ৪৬-২৭ পয়েন্টে ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হন কাপ্তাই বড়ইছড়ি কর্ণফুলি নুরুল হুদা কাদেরী  উচ্চ বিদ্যালয়।

পরে মেয়েদের বউছি খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রতিদ্বন্ধিতা করেন ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় এবং বড়ইছড়ি কর্ণফুলি নুরুল হুদা কাদেরী  উচ্চ বিদ্যালয়। খেলায় ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় ৫৩-৩২ পয়েন্ট এ বড়ইছড়ি কর্ণফুলি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হন।

এর  আগে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রুহুল আমিন  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই গ্রামীণ খেলাধুলার উদ্বোধন করেন এবং খেলোয়াড়দের সাথে পরিচিত হন। এসময় তিনি বলেন, আমাদের গ্রামবাংলার অনেক খেলা আজ বিলুপ্তির পথে, এইসব হারিয়ে যাওয়া খেলাকে পুনরায় আমাদের মাঝে ফিরে আনতে হবে। আজকে রুপসী কাপ্তাই যেই উদ্যোগ গ্রহন করেছেন তা সত্যি প্রশংসনীয়।

কাপ্তাই মানবাধিকার কমিশন এর সভাপতি খোরশেদুল আলম কাদেরীর সভাপতিত্বে রূপসী কাপ্তাইয়ের সম্পাদক সাংবাদিক কাজী মোশাররফ হোসেন এবং কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মীনি ছন্দা খাতুন, কাপ্তাই উপজেলা সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা  যুব উন্নয়ন কর্মকর্তা মো হোসেন, কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ এর উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম, বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যা, বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হুমায়ুন কবির সহ দুইটি স্কুলের  শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

খেলা পরিচালনা করেন কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু,ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কল্যান বিকাশ তনচংগ্যা এবং কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বপন দাশ। পরে অতিথিরা বিজয়ী এবং বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এর আগে বড়ইছড়ি কর্ণফুলি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হেমন্তের নবান্ন পিঠা উৎসবে মাতলো রাঙামাটি সরকারি কলেজ  

বাঘাইছড়িতে মাওলানা রইস উদ্দীনের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

দীঘিনালায় প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

ধ্রুব সংস্কৃতির অধীনে কাপ্তাই ও রাঙ্গুনিয়ায় সঙ্গীত পরীক্ষা

কাপ্তাইয়ে রেডক্রিসেন্ট এর চেক বিতরণ 

ইউপিডিএফের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রামগড়ে ওয়ালটন ননস্টপ মিলিয়নিয়ার ক্যাম্পেইনের বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রাঙামাটিতে ১৮ বছর পর জামায়াতের প্রকাশ্য কর্মী সম্মেলন অনুষ্ঠিত

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে সংবর্ধনা ও ক্যাপিং সেরিমনি

ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন কাপ্তাইয়ে

error: Content is protected !!
%d bloggers like this: