রাঙামাটির লংগদু উপজেলার গাঁথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের উদ্যোগে পবিত্র মাহে রমজানের ফজিলত ও তাৎপর্য বিষয় শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৯এপ্রিল), গাঁথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের মিলনায়তনে আয়োজিত আলোচনা দোয়া ও ইফতার মাহফিলে কমপ্লেক্সের সুপার হাফেজ মাওলানা ফোরকান আহম্মদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।
শিক্ষক মাওলানা আমিনুর রশীদ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন বায়তুশ শরফ কমপ্লেক্স পরিচালা কমিটির সাধারণ সম্পাদক মোঃ এখলাস মিঞা খান। অতিথির মধ্যে বক্তব্য দেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ নাছির উদ্দিন, মাওলানা এএলএম সিরাজুল ইসলাম, মাওলানা সাদুর রশীদ প্রমুখ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল করিম, ইবনে সিনা এন্ড ডায়াগনষ্টিক সেন্টার মাইনীমুখের কোঅর্ডিনেটর মোঃ শাহিন, ডাক্তার আবু তালহা সহ বিভিন্ন জামে মসজিদের খতীব ও শিক্ষক।
দোয়া ও মুনাজাত করেন, খাগড়াছড়ি বায়তুশ শরফ কমপ্লেক্সের অধ্যক্ষ মাওলানা উছমান গণি।