ঈদ উপলক্ষে রাঙামাটিতে অসহায় ও দুস্থ এবং খেটে খাওয়া ২ শ পরিবারের মাঝে রাঙামাটি সেনাবাহিনী রিজিয়নের পক্ষ থেকে ত্রাণ সহায়তা ও নগদ অর্থসহ সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে সদর সেনানিবাস মাঠে ত্রাণ সহায়তা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,ব্রিগেডিয়ার জেনারেল রিজিয়ন কমান্ডার ইমতাজ উদ্দিন এনডিসি,পিএসসি।
এ সময় ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন এনডিসি,পিএসসি বলেন, রাঙামাটি রিজিয়ন অতীতেও অসহায় মানুষের পাশে ছিল। আগামীতেও যে কোন বিপদ আপদে পাশে থাকবে। বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে যে সকল কার্যক্রম পরিচালনা করছে তা অব্যাহত থাকবে। ত্রাণের মধ্যে চাল,চিনি,গুড়াদুধ,তৈল, সেলাই মেশিন।এছাড়া শহরের ২৫ জন অসহায় পরিবারের মাঝে ১লাখ ৫৬ হাজার নগদ অর্থ সহায়তা প্রদান করা।
এ সময় রাঙামাটি রিজিয়নের জিটুআই মেজর খান মোহাম্মদ শফিউল আলমসহ অন্যান্য সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।