রাঙামাটির কৃতি সন্তান কার্টুনিস্ট সব্যসাচী চাকমাকে সংবর্ধনা প্রদান করেছে রাঙামাটির সঙ্গীত বিদ্যালয় সুর নিকেতন।বৃহস্পতিবার সন্ধ্যায় রাঙামাটি শহরের বাহাদুর পাড়ায় (কন্ট্রাক্টর পাড়া) অবস্থিত সুর নিকেতন মিলনায়তনে এ সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন সুর নিকেতনের প্রতিষ্ঠাতা সভাপতি রাঙামাটি বিশিষ্ট সঙ্গীত গুরু মনোজ বাহাদুর।
এতে অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, রাঙামাটি শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মুজিবুল হক বুলবুল, বিশিষ্ট কবি ও লেখক মৃত্তিকা চাকমা, কার্টুনিষ্ট সব্যসাচী চাকমা ও তাঁর পিতা জগৎ জ্যোতি চাকমা, মনিষা দাশ প্রমুখ।
সংবর্ধনা সভা শেষে কার্টুনিষ্ট সব্যসাচীকে কার্টুনিস্ট হিসেবে কৃতিত্বের স্বাক্ষর রাখায় সুর নিকেতনের পক্ষ থেকে ক্রেস্ট ও সুর নিকেতনের শিল্পীদের পক্ষ থেকে উপহার প্রদান করা হয়।
ঢাকায় গাজীপুরের বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সব্যসাচী চাকমা নিয়মিত পড়ালেখার পাশাপাশি ইতোমধ্যে জুম ১, জুম ২ ও জুম ৩ নামে তিনটি কমিকস্ এর বইসহ গেম এর বই প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি উদ্মাদ, ঢাকা কমিকস্, সিসিমপুর, ব্র্যাক, ইউএনডিপি এর সাথে কাজ করছেন। দৈনিক প্রথম আলো পত্রিকায় তাঁর কার্টুন ছাপা হয়েছে এবং মাসিক কিশোর আলো’তে কাজ করছেন।