রাঙামাটির লংগদু উপজেলার লংগদু সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুলিন মিত্র চাকমা আদু’র অন্তেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছেন রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার।
বৃহস্পতিবার সকালে তিনি রাঙামাটি থেকে লংগদুর আদুর বাসায় যান। আদু পরিবারের লোকজনদের সান্তনা দেন। এ সময় তিনি বলে আমরা এদুনিয়ায় রইয়ে গেলাম আর সেই (আদু) চলে গেলো। ছোট বেলা থেকে তাকে চিনি। তার বড় ভাই কল্যাণ মিত্র চাকমার সাথে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক । লংগদু আসলেই তার সাথে দেখা সাক্ষাৎ হতো। মানুষের সেবা করাটা আদুর স্বভাব ছিলো। আদুর এভাবে চলে যাওয়া শুধু দলের জন্য ক্ষতি তা নয় এলাকার জন্যও ক্ষতি। তার অকাল মৃত্যুতে আমরা একজন ভালো মানুষকে হারালাম।
দীপংকর আরো বলেন, একটা ভূল বুঝাবুঝির কারণে এবার ইউপি নির্বাচনে আমরা তাকে মনোনয়ন দিতে পারি নাই। তার জন্য আমাদের মধ্যে একটা কষ্ট আছে। এবার তার পরিবারের সাথে কথা বলে একটা গ্রহণযোগ্য প্রার্থী দেওয়ার চেষ্টা করবো। তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন, লংগদু উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সেলিম সরকার, সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, মাইনীমুখ ইউপি চেয়াম্যান কামাল হোসেন কমল, আটারকছড়া ইউপি চেয়ারম্যান অজয় মিত্র চাকমা, আটারকছড়া সাবেক ইউপি চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমা সহ বিভিন্ন সংগঠন ও এলাকার গন্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার দুপুরে লংগদু উপজেলা সদর তিনটিলা এলাকায় আদুর নিজ বাড়ীতে অদুরে শেষক্রিয়া অনুষ্ঠান শেষে স্থানীয় শশানে তাকে দাহ করা হয়।
উল্লেখ্য লংগদু সদর ইউপি চেয়ারম্যান কুলিন মিত্র চাকমা (আদু) মঙ্গলবার বিকালে গুরুতর অসুস্থ্য হলে তাকে ঢাকা স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। আজ বৃহষ্পতিবার তার অন্তেষ্টিক্রিয়া সকল স্থরের মানুষ তাকে ফুল দিয়ে শোক প্রকাশ করেন।