খাগড়াছড়ির রামগড় উপজেলার প্রাণকেন্দ্র রামগড় বাজারে আগুনে কাজী স’মিলের বড় ধরনের ক্ষতির পাশাপাশি পুড়ে গেছে কাজী মার্কেটের সততা কম্পিউটার, মা সেলুন ও সেবা টেলিকম নামে তিনটি দোকান। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা।
আজ বুধবার (২৮ জানুয়ারী) ভোর সাড়ে ৪ টার সময় বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
রামগড় বাজার পরিচালনা কমিটির সভাপতি জসিম উদ্দিন জানান, ফায়ার সার্ভিসের টিম আগুন লাগার সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেল রামগড় বাজার।
রামগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বিশান্তর বড়ুয়া জানান, বৈদ্যুতিক ট্রান্সফরমার থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে পারায় বড় ধরণের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করা গেছে।


















