রাঙামাটির কাপ্তাই ওয়াগ্গা সাপছড়ি বৌদ্ধ বিহারের যুবক যুবতীদের আয়োজনে শুভ কঠিন চীবর দান উৎসব উপলক্ষে শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭ টা হতে রাত ১২ টা পর্যন্ত ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় মাঠে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে স্থানীয় তঞ্চঙ্গা সম্প্রদায়ের শিল্পীদের পরিবেশনায় নাচ, গানে মুগ্ধ হন অনুষ্ঠানে আগত দর্শকরা। পাশাপাশি এই সাংস্কৃতিক সন্ধ্যায় আমন্ত্রিত অতিথি শিল্পীরাও সঙ্গীত পরিবেশন করে দর্শকদের আনন্দ দেন।
এর আগে ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যা এই সাংস্কৃতিক সন্ধ্যার উদ্বোধন করেন।
বেতার ও টিভি শিল্পী জ্যাকলিন তঞ্চঙ্গা সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাপছড়ি বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অজিত কুমার তনচংগ্যা, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুজন তঞ্চঙ্গা ধনা এবং সাপছড়ি বৌদ্ধ বিহারের যুবক যুবতী কমিটির সভাপতি সঞ্চয় তঞ্চঙ্গা।