শনিবার, মার্চ ২৫News That Matters

রাঙামাটিতে পর্যটকবাহী বাস উল্টে দুজন নিহত

শেয়ার করুন:

রাঙামাটি শহরের প্রবেশ মুখ মানিকছড়ির সেনাবাহিনী ক্যাম্প সংলগ্ন পর্যটকবাহী বাস উল্টে গিয়ে ২ জন নিহত ও ২জন আহত হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

আহতরা হলেন, চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার সৈয়দ আহম্মদের ছেলে জালাল উদ্দিন ও চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার ভাটিয়ালরী মৃত আবুল খানের ছেলে আনসার খান।

প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানান,সন্ধ্যার দিকে রাঙামাটি শহর থেকে পিকনিকের বাসটি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে শহরের মানিকছড়ি সেনাবাহিনী ক্যাম্পের সামনে গিয়ে ব্রেক ফেল করে দুর্ঘটনার কবলে পড়ে।

পুলিশের ধারণা  নিহত একজন বাসের হেলপার ও অপর জন পর্যটক হতে পারে।

অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে উদ্বার কাজে অংশ গ্রহণ করে পুলিশ,সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা । এটি একটি পিকনিকের বাস ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *