রাঙামাটির নানিয়ারচর উপজেলায় সম্প্রতি ছোট বড় প্রায়শই সড়ক দুর্ঘটনা ঘটায় প্রশাসনের তরফ হতে সকল ধরনের ভূমিকা রাখা হবে বলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় আলোচনা করা হয়।
নানিয়াচর উপজেলা প্রশাসনের আয়োজনে ২২ জুন (বৃহস্পতিবার) সকালে উপজেলার অডিটোরিয়াম কক্ষে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে নানিয়াচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা,ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার, জোন সুদক্ষ দশের ওয়ারেন্ট অফিসার মোঃ কামরুজ্জামান ও নানিয়ারচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুজন হালদারসহ উপজেলার চারটি ইউনিয়নের চেয়ারম্যান প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্যসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এবং আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিল।