বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবিতে রাঙামাটিতে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রাঙামাটি জেলা বিএনপি।
৯ অক্টোবর( সোমবার) সকালে শহরের কাঁঠালতলীস্থ দলীয় কার্যালয় হতে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরুপায় গিয়ে শেষ হয় এবং পরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে প্রেরণ ও বিদেশে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়াকে বাধাঁগ্রস্ত করেছে সরকার। বাংলাদেশে উনাকে সু-চিকিৎসা দেয়ার সুযোগ নেই।
এই সরকার চিকিৎসা না করে বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এমন অবস্থায় বেগম খালেদা জিয়ার কিছু হলেই সারা দেশে আগুন জ্বলবে এবং হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচির ঘোষনা দেওয়া হবে বলে সরকারকে হুঁশিয়ার দেওয়া হয়।
এসময় সমাবেশে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপির উপ-ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান, সাবেক উপ-মন্ত্রী মণি স্বপন দেওয়ান, সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম (ভুট্টো), জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন।