রাঙামাটি জুরাছড়ি উপজেলায় “স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ: বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা” উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মাঠে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মোঃ শফিউল আজম, ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান আল্পনা চাকমা, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমা ।
মেলায় ৩২টি সরকারি ও বেসরকারি দপ্তরের বিভিন্ন সেবা বিষয়ে স্টল স্থান পায়। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ মেলার স্টল পরিশর্দন ও সংশ্লিষ্ট দপ্তরের চলমান কার্যক্রম ও সেবা বিষয়ে অবহিত হন।


















