রাঙামাটির কাপ্তাই থানার আয়োজনে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় কাপ্তাই নতুনবাজার বণিক কল্যাণ সমবায় সমিতি কার্যালয়ে ২নং বিটের পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
“বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই থানার ওসি মো: আবুল কালাম।
কাপ্তাই নতুন বাজার বণিক কল্যাণ সমবায় সমিতির সভাপতি মো.জয়নাল আবেদিন এর সভাপতিত্বে থানার উপ পরিদর্শক ( এস আই) আল আমিন এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.সিরাজুল ইসলাম সবুজ,কাপ্তাই ইউনিয়ন আ’লীগের সভাপতি কাজী শামসুল ইসলাম আজমীর, সাবেক সভাপতি সাগর চক্রবর্ত্তী, নতুনবাজার বণিক সমিতির সম্পাদক এম করিম, অটোরিকশা সভাপতি আবু বক্কর ছিদ্দিক, নতুনবাজার বণিক সমিতির সাবেক সাধারন সম্পাদক একরামুল হক, ইউপি সদস্য ইমান আলী, বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াছ, ও ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান।
বিট পুলিশিং সভায় এলাকায় মাদকের ছড়াছড়ি, ক্রয়-বিক্রয় প্রতিকার বিষয়ে বিভিন্ন জন মত প্রকাশ করেন।
এসময় ওসি আবুল কালাম বলেন, সকলের সহযোগিতা নিয়ে মাদক, সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলবো। আসুন আমরা মাদককে না বলি।
সভায় বণিক সমিতির সকল সদস্য,অটোরিকশা শ্রমিক, ইউপি সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।