রাঙামাটি- খাগড়াছড়ি জেলা সড়কে ঘিলাছড়ির ১৩ মাইল এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটি আড়াঁআঁড়ি ভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় ঝুঁকে রয়েছে। গেল সপ্তাহের ২১ মে (শনিবার) কাল বৈশাখী ঝড়ের কারণে খুঁটিটি হেলে পড়ে। এক সপ্তাহ পার হলেও এটি ঠিক করেনি বিদ্যুৎ বিভাগ।
নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়ন এর প্যানেল চেয়ারম্যান বাসন্তী চাকমা বলে আমি ওখানকার ইউপি সদস্যের সাথে কথা বলে জেনেছি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় একটি খুঁটি সড়কে আড়াঁআড়িঁ ভাবে ঝুঁকে রয়েছে এবং এর দ্রুত এর কাজ করা না হলে দুর্ঘটনা ঘটতে পারে।
এ বিষয় নিয়ে মহালছড়ি বিদ্যুৎ বিভাগের দায়িত্বরত কর্মকর্তা (আড়ি) মোঃ-নূরনবী জানান, ১৩ মাইল এলাকায় বিদ্যুতের একটি খুঁটি ঝুঁকে রয়েছে তা আমি দেখেছি, এটা খুবই বিপদজনক। এটার কাজ করা হবে।