কমিউনিটি ডেভেলপমেন্ট কনসার্ট (সিডিসি) পরিচালিত প্রকল্পেরর আওতায় রুমায় গৃহপালিত পশু গরু-ছাগল ও কৃষি ফলজ চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (৩০মে) বিকালে সময়ে রুমায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি মোহাম্মদ মামুন শিবলী।
এ সময় তিনি বলেন, বাংলাদেশ বিশ্বে উন্নয়নশীল দেশ, সরকার পদ্মা সেতু নির্মাণ করেছে। সেতু নির্মাণে বাইরে দেশের সহযোগিতা ছাড়া নির্মাণ করেছে।
আজকে বাইরে দেশের সহযোগিতায় কৃষি ফলজ চারা ও গবাদিপশুর পালনের জন্য আপনারা সহযোগিতা পেয়েছেন।
ঠিক তেমনিভাবে আপনাকে আপনার সাধ্য ভাবে সহযোগিতা হাত বাড়াতে হবে।
প্রকল্পের আওতায় কার্যক্রম পরিদর্শন কালে সন্তুষ্ট ও সাধুবাদ জানাই।
প্রকল্প ব্যাবস্থাপক জেমসন আমলাই প্রকল্প কার্যক্রম উপস্থাপন করেন।
তিনি আরও বললেন এককালীন পাইলট প্রকল্প আওতায় নির্বাচিত ভুক্তভোগী মোট সংখ্যা ৯১ জন। পরিবারের বিকল্পের আয়বর্ধন মূলক অফেরতযোগ্য গবাদিপশু ( গরু-ছাগল) ক্রয়ের জন্য ৪৬ নজকে ২০হাজার টাকা করে নগদ অর্থ ও কৃষি ফলজ চারা ৩৯ জনকে প্রদান করা হয়।
বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলের সিডসি প্রকল্পের চেয়ারম্যান লালপেক লিয়ান বম , প্রকল্পের সাধারণ সম্পাদক লালরেম সাং বম, প্রকল্পের সদস্য ইদ্রিছ মিয়া, সভাপতিত্ব করেন লোকাল সেন্টার কমিটি সভাপতি জোয়ামদির বম।