শনিবার , ৪ জুন ২০২২ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

ওয়াদুদ ভূইয়ার বাড়িতে হামলা গাড়ি ভাংচুর অগ্নিসংযোগ

প্রতিবেদক
প্রদীপ চৌধুরী, খাগড়াছড়ি
জুন ৪, ২০২২ ৭:৫০ অপরাহ্ণ

খাগড়াছড়িতে হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক পরিবেশ। বিএনপির সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়ার বাড়ি বৈঠকে হামলা চালিয়ে বাড়ি ও গাড়ী ভাংচুরসহ দুটি মোটরসাইকেল ভাংচুরসহ অগ্নিসংযোগের অভিযোগ করেছে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার।

শনিবার (৪ জুন ২০২২) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে হামলার অভিযোগ অস্বীকার করে আওয়ামীলীগের পক্ষ থেকে পাল্টা বিএনপি কর্তৃক আওয়ামীলীগের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ করেছে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী।

তিনি জানান, বিক্ষোভ মিছিল চলাকালে ভাঙ্গাব্রীজ পৌঁছলে ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা মিছিলে হামলা চালায়। তিনি আরো বলেন, পাল্টা জবাবে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা প্রতিরোধ করলে এ সময় সংঘর্ষ বাঁধে। বিএনপি নেতাকর্মীদের হামলায় ছাত্রলীগ-যুবলীগের ১০ নেতাকর্মী আহত হয় বলে তিনি জানান। তবে ভাংচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগে ঘটনা বিএনপি নেতাকর্মীরা ঘটিয়ে আওয়ামীলীগকে দায়ী করছে বলে পাল্টা অভিযোগ করেন।

খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিত রায় দাশ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিসহ দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাসের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশে বিএনপি ও ছাত্রদল,যুবদল হামলা করে। এতে অসংখ্য নেতাকর্মী আহত হয়। এ ঘটনায় পরিবেশ উতপ্ত হয়ে উঠে বলে তিনি অভিযোগ করে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রগুলো জানায়, একদল যুবক কলাবাগানে বিএনপির সাবেক এমপি ওয়াদুদ ভূইয়ার বাড়ীতে মিছিল করে ঢুকে ওয়াদুদ ভূইয়ার বাড়ী ও ব্যাক্তিগত গাড়ী ভাংচুর করাসহ দুটি মোটরসাইকেল ভাংচুর,অগ্নিসংযোগ করে।

এ সময় আশপাশের দোকানপাটের ক্ষয়-ক্ষতি হয় বলে জানান সূত্রটি। খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার অভিযোগ করে বলেন, কোন কারন ছাড়াও আওয়ামীলীগ,ছাত্রলীগ-যুবলীগ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ওয়াদুদ ভূইয়াকে হত্যার জন্য এই হামলা চালায়।

এ সময় তারা ওয়াদুদ ভূইয়ার বাড়ি থাকা প্রাইভেট গাড়ী ভাংচুর,বাড়ী ভাংচুরসহ দুটি মোটরসাইকেল ভাংচুর এবং ১টি মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

এ ঘটনার জন্য তিনি পুলিশ প্রশাসনের নীরবতাকে দায়ী করেন। খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ রশিদ জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে তিনি লিখিত কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
%d bloggers like this: