বৃহস্পতিবার সকালে কর্মসূচী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান উদ্বোধন করেন নানিয়ারচর সড়র ইউনিয়নের চেয়ারম্যান বাপ্পি চাকমা এবং প্রশিক্ষক হিসেবে ছিলেন উইভ সংস্থার ওএলএইচএফ প্রকল্পের পিওসিটি মিস নিঝুম চাকমা, পিএফ ডলিকা চাকমা এবং মেন্টর তুনিকা খীসা।
গত ২৪ মে নানিয়ারচরে আয়োজিত কমিউনিটি লিডারসদের সাথে সৃজনশীল প্রকল্প প্রদর্শনী ও প্রতিশ্রুতি গ্রহণ সেশনে সংশ্লিষ্ট বাপ্পি চাকমার প্রদত্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এই কর্মসূচী আয়োজন করা হয়।
এই কর্মসূচীর যাবতীয় তহবিল সংস্থান ও অন্যান্য সামগ্রী বাবদ সকল ব্যয়ভার যোগান দেওয়ার অগ্রনী ভূমিকা পালন করেন বাপ্পি চাকমা।
এই প্রশিক্ষণ কর্মশালায় ২ টি বিদ্যালয়ে সকালে এবং দুপুরে মোট ১৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।
এ সময় দুই বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন এবং সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও নানিয়ারচর সদর ইউনিয়ন পরিষদের দুজন মহিলা মেম্বার উপস্থিত ছিলেন।
উপস্থিত বক্তারা উইভ সংস্থার ওএলএইচএফ প্রকল্পের প্রশিক্ষক টিমকে ভূয়সী প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংশ্লিষ্ট দু টি বিদ্যালয়ে মাসিক বান্ধব টয়লেটের সামগ্রী সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের নিকট হস্তান্তর করা হয়।
আগামী আগষ্ট মাসে একই প্রশিক্ষণ বেতছড়ি জেনারেল ওসমানি উচ্চ বিদ্যালয়ের কিশোরীদের প্রদান করা হবে।