কাপ্তাই উপজেলায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ত্যগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আযহা। উপজেলা ইসলামিক ফাউন্ডেশন এর ফিল্ড সুপারভাইজার নুরননবী জানান, রবিবার সকাল থেকে কাপ্তাইয়ে ৫টি ইউনিয়নের মোট ৮০ টি জুমা মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। তৎমধ্যে সকাল ৭টা ৩০ মিনিটে কাপ্তাই উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এছাড়া সকাল ৮টা থেকে ৮টা ৩০ পর্যন্ত কাপ্তাইয়ের অনান্য জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
সেগুলো হলো, কেপিএম কেন্দ্রীয় জামে মসজিদ, কেপিএম পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদ, কর্ণফুলি পেপার মিল জামে মসজিদ, কেপিএম জাপানি বাংলো জামে মসজিদ, বারোঘোনিয়া কেন্দ্রীয় জামে মসজিদ, বায়োঘোনিয়া বায়তুল ফালাহ জামে মসজিদ, রেসম বাগান বায়তুছ ছালাম জামে মসজিদ, শীলছড়ি কেন্দ্রীয় জামে মসজিদ, ব্যাঙছড়ি মুসলিম পাড়া বাইতুল মামুর জামে মসজিদ, ওয়াগগা জোন জামে মসজিদ,
কাপ্তাই প্রজেক্ট ঈদগাহ ময়দান, আল-আমিন একাডেমী মসজিদ, কাপ্তাই জেটিঘাট বায়তুছ ছালাম জামে মসজিদ এবং নতুন বাজার জামে মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।
এদিকে প্রায় প্রতিটি মসজিদে হাজারো ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে ঈদের নামাজ শান্তি পূর্নভাবে অনুষ্ঠিত হয়েছে।