রাঙামাটির কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২৪টি মামলায় ৫ হাজার ২শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলা সদর কাপ্তাই – চট্টগ্রাম সড়কে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান।
এসময় দুই মাসে কাপ্তাই উপজেলা প্রশাসন কর্তৃক সিএনজি চালিত অটোরিক্সার ভাড়া নির্ধারণ করার পরও যাত্রীদের বসার সিটের সামনে মূল্যতালিকা না রাখার অপরাধে বাংলাদেশ দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ২৩ টি মামলা ও গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সড়ক পরিবহন ২০১৮ এর ৬৬ ধারায় ১ টি মামলা সহ মোট ২৪ টি মামলায় সর্বমোট ৫ হাজার ২শত টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসের সার্টিফিকেট সহকারী মোঃ আরিফ হোসেন, অফিস সহায়ক মোঃ আব্দুর রাজ্জাক ও কাপ্তাই থানার পুলিশ ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।