জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকি এবং জাতীয় শোক দিবস উপলক্ষে কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার ( ১৫ আগস্ট) জাতির পিতার প্রতিকৃতিতে পু্ষ্পস্তবক অর্পন, আলোচনা সভা, যুব ঋণ বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
এদিন সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে সর্বস্তরের মানুষের পু্ষ্পস্তবক অর্পনের মাধ্যমে দিনের কর্মসুচী শুরু হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতির পিতার জীবন ও কীর্তির উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন এর সভাপতিত্বে কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছির উদ্দীন, কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মারজান হোসেন , কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন , চন্দ্রঘোনা থানার ওসি শফিউল আজম বাবু,উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী।
আলোচনা সভায় জাতির জনকের জীবন ও কীর্তির উপর আরোও বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: এনামুল হক হাজারী, ১ নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কাজী মোশাররফ হোসেন, বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া এবং স্কুলের ৯ম শ্রেণীর শিক্ষার্থী আমেনা আক্তার।
এর আগে উপজেলা পরিষদ মিলনায়তনে কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে বঙ্গবন্ধুকে নিয়ে প্রামান্য চিত্র প্রর্দশন করা হয়।
পরে জাতীয় শোক দিবস উপলক্ষে স্কুল ও কলেজ পর্যায়ে ” আমার চোখে বঙ্গবন্ধু শীর্ষক ” ১ মিনিট এর ভিডিও চিত্র নির্মাণে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ৬ জন যুব/ যুব মহিলাকে ৪ লাখ ৭০ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়। সবশেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।