জুরাছড়ি উপজেলায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়নে এই তথ্য আপা প্রকল্পের আওতায় ডোর টু ডোর কার্যক্রম হিসেবে নারীদের স্বাস্থ্য পরিক্ষা ও ই-সেবা প্রদান করা হয়েছে।
রবিবার (৪ সেপ্টেম্বর) সকালে বনযোগীছড়া ইউনিয়নের ধামাই পাড়া ও বরইতলীতে ঘরে ঘরে গিয়ে তথ্য আপার কর্মীরা এ সেবা প্রদান করেন।
উপজেলা তথ্য কর্মকর্তা নীলাঞ্জনা তঞ্চঙ্গ্যার নেতৃত্বে বিনা মূল্যে এই প্রকল্পের মাধ্যমে তথ্য প্রযক্তিভিত্তিক সেবা প্রদান, চাকুরীর আবেদন পূরণ, ভর্তি পরীক্ষার ফরম পূরণ ও বিভিন্ন ফলাফল, ই-মেইল, ম্যাসেঞ্জার, স্কাইপির সাহায্যে যোগাযোগ, কৃষি, শিক্ষা, ব্যবসা সংক্রান্ত পরামর্শ, আইনি সহায়তা পরামর্শ প্রদান, মহিলাদের ডায়াবেটিকস ও রক্তচাপ পরীক্ষা, ওজন মাপা, নারীদের উৎপাদিত ও সংগ্রহিত পন্য বিক্রয়ের জন্য মার্কেটপ্লেস পরিচালনা সহ বহুবিধ কার্যক্রম পরিচালা বিষয়ে অবহিত করা হয়।
এছাড়া সরকারী তথ্য ও সেবা ৩৩৩, জরুরী সেবা ৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ১০৯, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা ১৬৪৩০ নাম্বারে যোগাযোগ করে অতিদ্রুত সমস্যার সমাধান পাওয়ার বিষয়ে আলোচনা করা হয়।