পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ পার্বত্য এলাকার বেকারদে সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সোমবার সকাল ৯ টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ের আইসিটি ল্যাব এ প্রকল্পটি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন নিখিল কুমার।
উদ্বোধন শেষে তিনি বোর্ডের আইসিটি ল্যাবের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সম্মানিত ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী (অতিরিক্তসচিব) উপস্থিত ছিলেন। এসময় সদস্য প্রশাসন ইফতেখার আহমেদ (যুগ্মসচিব), সদস্য বাস্তবায়ন মোহাম্মদ হারুন অর রশীদ (উপসচিব), সদস্য পরিকল্পনা মোঃ জসীম উদ্দিন (উপসচিব), বোর্ডের উপপরিচালক ও প্রকল্প পরিচালক মংছেনলাইন রাখান, গবেষণা কর্মকর্তা কাইংওয়াই ম্রো, রাঙামাটি ত্রি-মাত্রিক ফাউন্ডেশনের সিইও মোঃ ওমর ফারুকসহ বোর্ড কর্তৃক বাস্তবায়িত আইসিটি প্রকল্পের প্রশিক্ষণ প্রাপ্ত ক্ষুদ্র উদ্যোক্ততা আইয়ুব ভূঁইয়া, ফ্রিল্যান্সার পারলিয়েন পাংখোয়া ও প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি উপস্থাপন করেন মিজ্ ডজী ত্রিপুরা, তথ্য অফিসার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।