পাহাড়ের লেবু জাতীয় ফল চাষ সম্প্রসারণ দুদিনের প্রশিক্ষণ শুরু রাঙামাটি প্রতিনিধি রাঙামাটির পাহাড়ে লেবু জাতীয় ফল চাষ সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধরি লক্ষ্যে রাঙামাটির ১০ উপজেলার বিভিন্ন ইউনিয়নে দায়িত্বরত উপ সহকারী কৃষি কর্মকর্তাদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে রাঙামাটিতে।
রাঙামাটি জেলা কৃষি সম্প্রসারণের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। বুধবার সকালে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন কৃষি সম্পসারণ অধিদপ্তরের পার্বত্য অঞ্চলের অতিরিক্ত পরিচালক তপন কুমার পাল। এ সময় তিনি বলেন বিগত সময়ে চেয়ে পার্বত্য চট্টগ্রামে লেবু জাতীয় ফলের চাষ বেড়েছে। এক সময় নির্দিষ্ট এলাকায় এসব লেবু জাতীয় ফল চাল হলেও এখন সবখানে চাষ হচ্ছে। এতে করে চাষীরা লাভবান হচ্ছে। রাঙামাটির নানিয়াচরের কমলা এখন পুরো বাংলাদেশে জনপ্রিয় কমলা হিসেবে পরিচিতি অর্জন করতে সক্ষম হয়েছে। পাশাপাশি লেবু, জাম্বুরার উৎপাদন বেড়েছে। এসব লেবু জাতীয় ফল স্থানীয় চাহিদা পুরণ করে দেশের বিভিন্ন এলাকার চাহিদা পুরণ করছে। পাহাড়ে যেহেতু অনাবাদি জমি পড়ে আছে সেগুলোতে লেবু জাতীয় ফল চাষে কৃষকদের উদ্বুদ্ব করতে হবে। কার এ লেবুজাতীয় ফল চাষ এখন লাভজনক।
রাঙামাটি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপর পরিচালক মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা আপ্রু মারমা, রাঙামাটি বনরুপা হর্টিকালচারে উপ পরিচালক কাজী শফিকুল ইসলাম।