পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা সোমবার (৩ সেপ্টেম্বর) দুর্গা পুজার মহা ৮মী পুজায় প্রথমে কাপ্তাই উপজেলার রাইখালী বাজার ত্রিপুরা সুন্দরী কালি মন্দির পরিদর্শন করেন। পরে তিনি কেপিএম হরি মন্দির পূজা মন্ডপে পরিদর্শনে আসেন।
এইসময় রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ( আইসিটি ও শিক্ষা) মোছামৎ নাসরিন সুলতানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান, সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইন, কাপ্তাই থানার ওসি মোঃ জসীম উদ্দীন, চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী, রাঙামাটি জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি স্মৃতি বিকাশ ত্রিপুরা,
কেপিএম হরিমন্দিরের সভাপতি প্রকৌশলী স্বপন সরকার, ১নং চন্দ্রঘোনা ইউপি ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, ২ নং রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা, উপজেলা সিনিয়র প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিপু চন্দ্র দাশ, কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সুর্বণ ভট্টাচার্য সহ মন্দির পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।