বাঘাইছড়ি উপজেলায় মারিশ্যা থেকে মাঝিপাড়া ১৫ কিলোমিটার নতুন সীমান্ত সড়ক তৈরি করছে সেনাবাহিনীর ২০ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন। সড়ক তৈরিতে ক্ষতিগ্রস্ত ২১ পরিবারকে প্রাথমিক পর্যায়ে ১৫ লাখ ৫৭ হাজার ৪৭০ টাকা বিতরণ করা হয়েছে।
৩০ নভেম্বর বুধবার সকাল ১১ ঘটিকায় ২৭ বিজিবি মারিশ্যা জোন সদরে এসব টাকা বিতরণ করা হয়। এসময় বিজিবি মারিশ্যা জোনের অধিনায়ক লেঃ কর্ণেল শরিফুল্লাহ আবেদ এসজিপি পদাতিক, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার ও সেনাবাহিনীর ২০ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এর ক্যাপ্টেন আল নাহিয়ান সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিগন উপস্থিত ছিলেন। এসময় ক্ষতি পূরনের টাকা বিতরণের পাশাপাশি মারিশ্যা জোনের পক্ষ থেকে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়।