বুধবার, মার্চ ২২News That Matters

জুরাছড়ির মৈদং ও দুমদুম্যা ইউনিয়নে নির্বাচনের দাবীতে সংবাদ সম্মেলন

শেয়ার করুন:

রাঙামাটির জুরাছড়ির মৈদং ও দুম্যা ইউনিয়নে দ্রুত নির্বাচন দাবী করেছেন নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরা।

সোমবার সকালে রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ দাবী জানানো হয়।

পর পর তিনবার এ ইউনিয়নে স্থগিত করায় প্রার্থীরা আর্থিক, শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দাবী করে এ ইউনিয়নগুলোতে দ্রুত নির্বাচন দেয়ার দাবী জানানো হয়।

নির্বাচনে প্রার্থীরা বলেন, নির্বাচনের সব প্রস্তুতি শেষ করার পর একেবারে শেষ পর্যায়ে এসে নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত করে।  এভাবে তিনবার স্থগিত করা হয়।
সর্বশেষ ২৯ ডিসেম্বর দুই ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা ছিল। এর আগে গত ৭ ফেব্রুয়ারী ও ৩১ মার্চ নির্বাচন হওয়ার কথা ছিল।
একই দাবীতে রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারের বরাবর স্মারকলিপি দেন নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরা
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মৈদং ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রার্থী বীরঙ্গ লালা চাকমা।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাচনে অংশ নেয়া প্রার্থী জুলি চাকমা, কাজলা চাকমা, উষা রাণী চাকমা, উজ্জ্বল চাকমা, সাধন চাকমা, অমর ধন চাকমা, লক্ষী চন্দ্র চাকমা, অমরসিন্দু চাকমা, শান্তি প্রভা চাকমা, বিকাশ চাকম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *