রাঙামাটির কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) হিসাবে যোগদান করেছেন বিসিএস ( প্রশাসন) ক্যাডারের ৩৩ তম ব্যাচের কর্মকর্তা রুমন দে।
রবিবার (১২ ফেব্রুয়ারী) তিনি কাপ্তাই উপজেলায় যোগদান করেন। এর আগে তিনি কুমিল্লা জেলার হোমনা উপজেলার ইউএনও হিসাবে কর্মরত ছিলেন।
তিনি বিদায়ী ইউএনও মুনতাসির জাহান এর স্থলাভিষিক্ত হয়েছেন।
যোগদান করার পর তাঁকে কাপ্তাই উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধি এবং নানা শ্রেণী পেশার লোকজন শুভেচ্ছা জানান।
এসময় নতুন যোগদানকৃত ইউএনও রুমন দে’ সকলের সহযোগিতা কামনা করেন।