রবিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৩ | ৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও অপরাধ
  3. উন্নয়ন খবর
  4. এক্সক্লুসিভ
  5. এনজিও
  6. করোনা আপডেট
  7. কৃষি ও প্রকৃতি
  8. ক্রীড়া ও সংস্কৃতি
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. খাগড়াছড়ি
  11. খোলা জানালা
  12. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  13. জাতীয়
  14. দুর্ঘটনা
  15. পর্যটন

রুমায় অগ্নিদুর্গতদের ত্রাণ সহায়তা প্রদান

প্রতিবেদক
প্রতিনিধি, রুমা, বান্দরবান
ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ৭:৫৩ অপরাহ্ণ

 

রুমায় উপজেলায় গত ৯ ফেব্রুয়ারী অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্ত ১২টি পরিবারের মাঝে নগদ টাকা ও ত্রান সামগ্রী বিতরণ করা হয়।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টায় রুমা দুর্গম ঠান্ডা ঝিরি পাড়ায় অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বাংলাদেশ মারমা সম্প্রদায়ের প্রবাসী সিঙ্গাপুর, থাইল্যান্ড ও তাইওয়ান সহ ১০টি দেশের প্রবাসীর সমন্বয়ে গঠিত মানবিক সংস্থা Ten devotes এর অর্থিক সহায়তা ও অগ্রবংশ অনাথালয়ের সার্বিক সহযোগিতায় এসব ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরন করা হয়।

ত্রান সামগ্রী মধ্যে প্রতি পরিবারের নগদ অর্থ ৫৫০০/ টাকা, টিফিন বক্স, কলসি।

এছাও প্লেট ও বাতি জনপ্রতি একটি করে ৪৬ টি, গামলা ১২টি, চামচ ৩৬টি, পরিবার প্রতি পাতিল ২ টি করে, জগ একটি করে ১২ টি, গ্লাস প্রতি পরিবারে প্রতি ২ টি করে, সাবান একটি করে ১২টি।

খাদ্য সামগ্রী মধ্যে প্রতি পরিবারের চাউল ৫০কেজি এক বস্তা, লবন ২ কেজি করে, তেল ১লিটার করে, পরিবার প্রতি সিদল ১ কেজি করে প্রদান করা হয়।

ত্রানসামগ্রী বিতরণ কালে অগ্রবংশ অনাথালয়ের পরিচালক উ নাইন্দিয়া ভিক্ষু সভাপতিত্ব করে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুম্রাউ মারমা।

এছাও বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও রুমা প্রেস ক্লাবের সভাপতি শৈহ্লাচিং মারমা, মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারন সম্পাদক উক্যসিং মারমা ও উপজেলা কৃষি বিভাগের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা চার্লিপ্রু মারমা।

প্রসংঙ্গ, গত ৯ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) দুপুর ১২টা দিকে ২নং রুমা সদর ইউনিয়নে ৯নং ওয়ার্ডে দুর্গম ঠান্ডাঝিরি পাড়ায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনা ঘটে। এই ঘটনায় ১২টি পরিবার পুড়ে ছাই হয়ে যায়। লতে ৫০ লাক্ষ টাকার অধিক সম্পদ ক্ষয়ক্ষতি শিকার হয়।

 

সর্বশেষ - এক্সক্লুসিভ